চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে

 অনলাইন ডেস্ক    ২ মার্চ, ২০২৪ ১৬:৫৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

নির্বাচন কমিশন (ইসি) আজ শনিবার (২ মার্চ) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। কমিশনের দেয়া তথ্যমতে, দেশে এখন মোট ভোটার ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।

হালনাগাদ তালিকা অনুযায়ী, পুরুষ ভোটার আছে ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন। নারী ভোটার ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন। আর হিজড়া ভোটার রয়েছেন ৯৩২ জন।

এর আগে, ২১ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি।

আরও পড়ুন: সয়াবিন তেলের নতুন মূল্য নির্ধারণ...

তখন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, খসড়া তালিকায় ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন ভোটার রয়েছেন। নতুন তালিকায় ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন ভোটার রয়েছেন।

অশোক কুমার দেবনাথ আরও বলেন, উক্ত ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতিবছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়ে থাকে। তবে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি কমিশন।

অনলাইন ডেস্ক