সৌদিতে হজ পালন করতে গিয়ে ২৬ জন বাংলাদেশির মৃত্যু

 অনলাইন ডেস্ক    ২৫ জুন, ২০২৩ ১৭:৪৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 22 বার

হজের উদ্দেশ্যে সৌদি আরব গিয়ে এখন পর্যন্ত মারা গেছেন বাংলাদেশি ২৬ জন হজযাত্রী। সবশেষ মারা যাওয়া ব্যক্তির নাম হলো মনোয়ারা বেগম (৭২)।

তার পাসপোর্ট নম্বর ইপি ০০৬৮৮৩৫।

হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এয়ারলাইন্স, সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানানো হয়েছে আজ রোববার (২৫ জুন)।

বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ২৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৮৩৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৩২১ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ছিলো ১ লাখ ১২ হাজার ৫৬২ জন।

আরও পড়ুন: আজ থেকে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু...

এদিকে এখন পর্যন্ত ২৬ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২২ জন পুরুষ ও চারজন নারী রয়েছেন।তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ২২ জন, মদিনায় ৪জন।

গতকাল শনিবার (২৪ জুন) রাত ৯টায় মক্কার বাংলাদেশ হজ অফিসে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে একটি বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় হজ ব্যবস্থাপনার সর্বশেষ প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।

সোমবার (২৬ জুন) থেকে মূল কার্যক্রম শুরু হচ্ছে। তবে, আজ (২৫জুন) সন্ধ্যা থেকেই হজযাত্রীরা মিনার উদ্দেশে রওনা হবেন। সেখান থেকেই হজের মূল কার্যক্রম শুরু হবে।

হজ শেষ করে হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট হবে ২ জুলাই আর শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

অনলাইন ডেস্ক