শুক্রবার বন্ধ থাকবে মেট্রোরেল, দিনে চলবে ১২ ঘণ্টা

 অনলাইন ডেস্ক    ১৮ মে, ২০২৩ ১৭:৫৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 1 বার

ঢাকাতে সপ্তাহে ৬ দিন চলে মেট্রোরেল। প্রতি সপ্তাহের মঙ্গলবার মেট্রোরেল বন্ধ থাকলেও এখন থেকে প্রতি সপ্তাহের শুক্রবার বন্ধ থাকবে এবং বাকি ৬ দিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ঢাকাতে চলবে মেট্রোরেল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক আজ বৃহস্পতিবার (১৮ মে) সাংবাদিকদের এই তথ্য জানান। বলেন, আগামী ৩১ মে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।

তিনি আরো বলেন, আগামী ৩১ মে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘন্টা মেট্রোরেল চলাচল করবে এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশ নভেম্বরের দিকে চালু হতে পারে।

তিনি জানান, মেট্রোরেলের দ্বিতীয় ভাগ আগারগাঁও থেকে মতিঝিলের কাজ প্রায় ৯০ ভাগ সম্পন্ন হয়েছে। জুলাই মাস থেকে পরীক্ষামূলক চলাচল শুরু হবে এই রুটে। তিনি আরো জানান, আগামী ডিসেম্বরের আগেই আগারগাঁও থেকে মতিঝিল মেট্রোরেল চলাচল শুরু করতে চায় কর্তৃপক্ষ।

অনলাইন ডেস্ক