স্ট্রাইকিং ফোর্স হিসেবে সাড়ে ৮ হাজার আনসার মোতায়েন

 অনলাইন ডেস্ক    ৩০ ডিসেম্বার, ২০২৩ ২০:৫০:০০নিউজটি দেখা হয়েছে মোট 21 বার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার, প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং অফিসারসহ প্রত্যেককে নিরাপত্তা দিতে সারা দেশে সাড়ে ৮ হাজার আনসার ব্যাটালিয়ন সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে।

গত শনিবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: আজ বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী...

এতে বলা হয়েছে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য সাড়ে ৮ হাজার আনসার ব্যাটালিয়ন সদস্য গত শুক্রবার (২৯ ডিসেম্বর) থেকে সারাদেশে মোতায়েন করা হয়েছে।

আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত নির্বাচনকালীন স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থেকে ২৫০টি প্লাটুন ও ৭৫০টি সেকশনে তারা দায়িত্ব পালন করবেন।

অনলাইন ডেস্ক