সৌদিতে পৌঁছেছেন ৭২ হাজার ৪১৫ বাংলাদেশি হজযাত্রী

 অনলাইন ডেস্ক    ৯ জুন, ২০২৪ ১২:৫০:০০নিউজটি দেখা হয়েছে মোট 3 বার

পবিত্র হজ পালন করতে ৭২ হাজার ৪১৫ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট ১৮৫টি ফ্লাইটে তারা মক্কা ও মদিনায় পৌঁছান। আজ রোববার (৯ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনের তথ্য মতে, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৭ হাজার ৮৬৫ জন পৌঁছেছেন।

এদিকে পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। যার মধ্যে পুরুষ ১১ জন ও নারী ১ জন। মক্কায় মারা গেছেন ৯ জন ও মদিনায় ৩ জন।

আরও পড়ুন: বাজেট প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি...

এ বছর বাংলাদেশ থেকে হজ করবেন ৮৫ হাজার ২৫৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৫৬২ জন। বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন। এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে ১৫ জুন।

হজযাত্রীদের নিয়ে গত ৯ মে সৌদি আরবে পৌঁছায় প্রথম ফ্লাইট। আর শেষ ফ্লাইট ১২ জুন। হাজিদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট আসবে ২০ জুন এবং ২২ জুলাই আসবে শেষ ফিরতি ফ্লাইট।

অনলাইন ডেস্ক