মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দেবেন প্রধানমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ১৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১৮:০৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

দ্বাদশ জাতীয় নির্বাচনে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জার্মানি সফরে যাচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বিফ্রিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামীকাল ঢাকা থেকে মিউনিখের উদ্দেশে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা হওয়ার কথা রয়েছে তার। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৯ ফেব্রুয়ারি সকালে দেশে ফেরবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলের চার জেলায় ৬০ ঘণ্টা গ্যাস থাকবে না...

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে অনুষ্ঠাতব্য ৬০তম আসরে অংশ নেবেন।

এর আগে ২০১৭ ও ২০১৯ সালে মিউনিখ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সম্মেলনে এটি হবে তার তৃতীয় অংশগ্রহণ।

এ ছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং মেটা গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

অনলাইন ডেস্ক