কোটা আন্দোলন: বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা শুরু

 অনলাইন ডেস্ক    ১৪ জুলাই, ২০২৪ ১২:৪৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

সকল গ্রেডের সরকারি চাকরিতে সর্বোচ্চ ৫% কোটা রেখে যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গভবনের উদ্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণপদযাত্রা শুরু হয়েছে।

আজ রোববার (১৪ জুলাই) দুপুর ১২টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা কর্মসূচি শুরু করে তারা।

এছাড়া দেশব্যাপী বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণপদযাত্রা করে স্ব স্ব জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন বলেও ঘোষণা করা হয়।

আরও পড়ুন: পদযাত্রা ও রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে জড়ো হচ্ছে কোটাবিরোধীরা...

গত শনিবার সন্ধ্যা ৬টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নতুন এই কর্মসূচি ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ১ জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

অনলাইন ডেস্ক