মেট্রোরেলে চড়ে মতিঝিল যাবেন প্রধানমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ১ নভেম্বার, ২০২৩ ১২:৫৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের যাত্রার উদ্বোধন করতে আগামী শনিবার (৪ নভেম্বর) আগারগাঁও থেকে মেট্রোরেলে চড়ে মতিঝিল যাবেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেলের কার্যালয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, শুরুতে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল- এই ৩ স্টেশন চালু হবে।

আরও পড়ুন: বেলজিয়ামের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী...

এর আগে ৭ জুলাই মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশে ট্রেনের পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী দেশের প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন।

এরপর উত্তরা-আগারগাঁও মেট্রোরেলের কার্যক্রম উদ্বোধন করা হয়। এরইমধ্যে এই অংশের সবগুলো স্টেশন চালু হয়েছে। এখন মেট্রোরেল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করছে।

অনলাইন ডেস্ক