প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন

 অনলাইন ডেস্ক    ২০ জানুয়ারী, ২০২৪ ১০:৪৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সই করা এক বার্তায় অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশের মানুষের কল্যাণে শেখ হাসিনা সরকারের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র গত শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে।

শেখ হাসিনাকে লেখা চিঠিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই।

আরও পড়ুন: আজ নতুন মন্ত্রীরা প্রথম অফিস করছেন...

চিঠিতে তিনি আরও বলেন, শান্তিরক্ষা কার্যক্রমে অবদান, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রচেষ্টাসহ বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে জাতিসংঘ গভীরভাবে মূল্যায়ন করে। বাংলাদেশের জনগণের স্বার্থে আপনার সরকারের সঙ্গে কাজ করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ।

বিজয়ী হওয়ার পর থেকে বিভিন্ন দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বশেষ গত শুক্রবার আরও আটটি দেশ শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। দেশগুলো হলো, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মিসর, কাতার, লুক্সেমবার্গ, সিঙ্গাপুর, তুরস্ক, মালয়েশিয়া ও ব্রাজিল।

অনলাইন ডেস্ক