প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে রওশন এরশাদ

 অনলাইন ডেস্ক    ১২ ডিসেম্বার, ২০২৩ ১৫:০৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে গণভবনে গেছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

জানা গেছে, রওশন এরশাদের সঙ্গে রয়েছেন তার ছেলে সাদ এরশাদ ও তার রাজনৈতিক সচিব গোলাম মোসীহ্।

রওশন এরশাদের ঘনিষ্ঠ সূত্র বলেছে, রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রওশনকে ফোন দিয়ে জরুরি ভিত্তিতে দেখা করার কথা বলা হয়েছে। প্রসঙ্গত, জাতীয় পার্টি দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে।

আরও পড়ুন: আড়াই কোটিরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে...

জাতীয় পার্টির নেতৃত্ব বলছে, এককভাবেই তারা তিনশ’ আসনে লড়বে। তবে রওশন এরশাদ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। এ নিয়ে জাতীয় পার্টিতে গৃহদাহ চলছে।

এর আগে, গত ১৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

ধারণা করা হচ্ছে, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবারের এই সাক্ষাৎ ‘কোন্দলে থাকা’ জাতীয় পার্টির জন্য ভিন্ন ‘অর্থ’ বহন করছে।

অনলাইন ডেস্ক