ভোট দিলেন শেখ হাসিনা, সবাইকে ভোট কেন্দ্রে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

 অনলাইন ডেস্ক    ৭ জানুয়ারী, ২০২৪ ১০:২০:০০নিউজটি দেখা হয়েছে মোট 19 বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়েছে। চলবে বিকেলে ৪টা পর্যন্ত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

নির্বাচনে ভোট দিতে দেশের নাগরিকদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নির্বাচন আমরা সুষ্ঠুভাবে করতে পারছি। এ জন্য আমি আমার দেশের মানুষের প্রতি, জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই।


সাংবাদিকদের সামনে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা উপস্থিত আছেন।

আরও পড়ুন: ভোটের মাঠে থাকবে ৫ লক্ষাধিক আনসার সদস্য...

শেখ হাসিনা বলেন, পাঁচ বছর পর নির্বাচন আসে জনগণ ভোট দেবে, সে নির্বাচনের ভোট দেওয়ার পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি। যদিও এখানে বিএনপি-জামায়াত জোটরা জ্বালাও-পোড়াও অনেক ঘটনা ঘটিয়েছে।

তিনি আরও বলেন, আপনারা ভোটকেন্দ্রে আসবেন। আপনার ভোট অনেক মূল্যবান। আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য অনেক জেল-জুলুম সহ্য করেছি। সুষ্ঠু-নির্বাচনে জনগণের সহযোগিতা চাই।

অনলাইন ডেস্ক