শবে বরাতের নামাজের নিয়ম ও দোয়া

 অনলাইন ডেস্ক    ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১৮:৩৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 21 বার

শবে বরাত, আরবিতে বলে লাইলাতুল বরাত, সৌভাগ্য রজনি। আগামী রবিবার (২৫ ফেব্রুয়ারি) শবে বরাত। হাদিসের ভাষ্য অনুযায়ী, মহান আল্লাহ এ রাতে বান্দাদের গুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন।

এ রাত মহিমান্বিত এক রাত। এ রাতে অসংখ্য বান্দা মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও কল্যাণ লাভ করেন। প্রতিবছর হিজরি ক্যালেন্ডারের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে শবে বরাত পালন করা হয়। এ রাতে আল্লাহ বান্দাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন।

মহানবী সা. বলেন, এ রাতে আল্লাহ তাআলা বনু কালবের ছাগলগুলোর পশমের চেয়ে বেশিসংখ্যক বান্দাকে ক্ষমা করেন। (ইবন মাজাহ ১৩৮৯) 

শবে বরাতে নামাজের নিয়ম

শবে বরাতে রাত্র জেগে নফল নামাজ পড়তে বলেছেন নবীজি। এ রাতের নফল নামাজই যে যত পারেন পড়বেন। অন্যান্য নফল নামাজ যেভাবে পড়া হয়, এ দিন রাতেও সেভাবে নফল নামাজ পড়তে হবে। আলাদা কোনো নিয়ত নেই।

আরও পড়ুন: মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজের পরিচালক হলেন জবির শিক্ষক শেখ মাশরিক...

তবে রজব ও শাবান মাসে আল্লাহর রাসূল বরকত চেয়ে আল্লাহর কাছে যে দোয়াটি করেছেন চাইলে তা পড়া যেতে পারে।

দোয়াটি হলো-

আরবি: اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ

উচ্চারণ: আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান, ওয়া বাল্লিগনা রমাদান।

অর্থ: হে আল্লাহ! রজব মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন; রমজান আমাদের নসিব করুন। (মুসনাদে আহমাদ, হাদিস: ২৫৯)।

অনলাইন ডেস্ক