বিপিএম-পিপিএম পদক পেলেন ৪০০ পুলিশ সদস্য

 অনলাইন ডেস্ক    ২৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৫৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 19 বার

সাহসিকতা, বীরত্বপূর্ণ, মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা প্রদর্শন, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য ৪টি ক্যাটাগরিতে ৪০০ জন পুলিশ সদস্যকে মঙ্গলবার সকালে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পদক দেওয়া হয়েছে।

রাজারবাগ পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মাঝে পদক প্রদান করেন।


৬০ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম), অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপে দেওয়া হয়।

আরও পড়ুন: সরকারি চাকরি, ১৬তম গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি...

৩৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক দেওয়া হয় (বিপিএম) এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা প্রদর্শন, কর্তব্য নিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য।

৯৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) এবং ২১০ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পদকে ভূষিত করা হয়।

অনলাইন ডেস্ক