ব্রিকস সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ২৭ আগষ্ট, ২০২৩ ১১:১৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 14 বার

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস সম্মেলনে যোগদান শেষে আজ রোববার সকাল আটটা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এই তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী সচিব এবিএম সরওয়ার-ই- আলম সরকার।

এর আগে শনিবার দুপুর দুইটায় (স্থানীয় সময়) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি।

আরও পড়ুন: বাইডেনকে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি...

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২-২৪ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত ১৫তম ব্রিকস সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী।

দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে উপস্থিত ছিলেন ভারত, বাংলাদেশ, রাশিয়া, চীন ও ব্রাজিলের প্রধানমন্ত্রীরা।

অনলাইন ডেস্ক