আড়াই কোটিরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

 অনলাইন ডেস্ক    ১২ ডিসেম্বার, ২০২৩ ১২:৩৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 31 বার

সারাদেশে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) শুরু হয়েছে। এ বছরে ২ কোটি ৫৮ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

রাজধানীর মহাখালীর নিপসম অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

আরও পড়ুন: ডেঙ্গুতে এক দিনে আরও ৪ মৃত্যু...

জানা গেছে, এ বছর ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুদের ১টি নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুদের ১টি লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।


সারাদেশে সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং ভ্রাম্যমাণ স্বাস্থ্য কেন্দ্রে মোট ২ কোটি ৫৮ লাখের বেশি শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে।

তবে কোনো শিশু অসুস্থ থাকলে সুস্থ না হওয়া পর্যন্ত বা চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ক্যাপসুল না খাওয়ানোর পরামর্শ স্বাস্থ্য বিভাগের।

অনলাইন ডেস্ক