প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমির

 অনলাইন ডেস্ক    ২৩ এপ্রিল, ২০২৪ ১১:৪৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 4 বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেছেন। শেখ হাসিনা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী কার্যালয়ের শিমুল হলে শেখ হাসিনার সঙ্গে আমির শেখ তামিম এ বৈঠকে বসতে যাচ্ছেন। দুই শীর্ষ নেতার বৈঠকের পর দুই দেশের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।

সোমবার (২২ এপ্রিল) বিকেল ৫টার সময় একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন কাতারের আমির। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরও পড়ুন: কাজের বুয়া সেজে চুরি...

জানা যায়, আমিরের এ সফরে দুই দেশের মধ্যে ১১টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। এর মধ্যে ছয়টি চুক্তি ও পাঁচটি এমওইউ রয়েছে।

তার সফরে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি ইরান-ইসরায়েল সংঘাতের ফলে সৃষ্ট মধ্যপ্রাচ্যের বিশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

অনলাইন ডেস্ক