চাকরির আবেদনে ‘সত্যায়ন’ বাতিল হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ৩০ সেপ্টেম্বার, ২০২৩ ১৭:৪৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 36 বার

দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্র সহ বিভিন্ন কাগজপত্রে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার মাধ্যমে ‘সত্যায়ন’ করার নিয়ম চালু রয়েছে। তবে খুব দ্রুত চাকরিরি আবেদনে ‘সত্যায়ন’ প্রক্রিয়া বাতিল হচ্ছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, খুব দ্রুত চাকরিতে আবেদনের ক্ষেত্রে 'সত্যায়ন' প্রক্রিয়া বাতিল হচ্ছে।

গত বুধবার দেশ রূপান্তরের সাথে একান্ত আলাপকালে তিনি এ তথ্য জানান।

গণমাধ্যমকে তিনি বলেন, চাকরি প্রত্যাশীদের বিড়ম্বনা এড়াতে খুব দ্রুতই সত্যায়ন প্রক্রিয়া বাতিল হবে। বিষয়টি নিয়ে আমরাও অনেক খোঁজ-খবর নিয়েছি। সত্যি বলতে সত্যায়নের কোনো দরকার নেই।

আরও পড়ুন: ভিসা নীতি ও খালেদা জিয়া প্রসঙ্গে যা বলল যুক্তরাষ্ট্র...

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, অনেক সময় দেখা যায়, গ্রামের ছেলে, যার আত্মীয়-স্বজন কেউ প্রথম শ্রেণির সরকারি চাকরি করেন না। আবার সরকারি চাকরি করে এমন কেউ তার পরিচিত নন। এ ক্ষেত্রে ওই চাকরি প্রত্যাশী বিড়ম্বনায় পড়েন। ফলে বাধ্য হয়ে অপরিচিত কারও কাছে তিনি কাগজপত্র সত্যায়িত করতে নিয়ে যান। যার কাছে কাগজ নিয়ে যান তিনিও হয়তো আগ্রহ দেখান না, অনেক ক্ষেত্রে বিরক্ত হন।

ঠিক কবে নাগাদ এ সিদ্ধান্তের কার্যকর হবে এমন প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকারের চলতি মেয়াদেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

অনলাইন ডেস্ক