চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১৭ জুন

 অনলাইন ডেস্ক    ৮ জুন, ২০২৪ ১০:৫৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে আগামী ১৭ জুন। শুক্রবার (৭ মে) রাত ৯ টা ২২ মিনিটে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।

মন্ত্রী বলেন, দেশের সব জেলা প্রশাসক ও ইসলামি ফাউন্ডেশন কেন্দ্রর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সব জায়গা থেকে খবর পাওয়া যায় শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে।

আরও পড়ুন: এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরু ১০ জুন...

তিনি আরও বলেন, সেই হিসেবে আগামী ১৭ জুন দেশে ঈদুল আজহা উদযাপন হবে। আমি সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাই।

অনলাইন ডেস্ক