৫ম মেয়াদে বিজয়ী পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

 অনলাইন ডেস্ক    ২১ মার্চ, ২০২৪ ১৫:৫২:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে আজ বৃহস্পতিবার (২১ মার্চ) আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭ শতাংশের বেশি ভোট পেয়ে পঞ্চমবারের মত ক্ষমতায় বসতে যাচ্ছেন পুতিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনভ পেয়েছেন মাত্র ৪ শতাংশের সামান্য বেশি ভোট।

সংবাদমাধ্যম আল জাজিরা গত (১৮ মার্চ) জানিয়েছে, এ নির্বাচনে জয়ী হওয়ার মাধ্যমে পুতিন ৬ বছরের জন্য ক্ষমতায় থাকা নিশ্চিত করতে যাচ্ছেন।

আরও পড়ুন: ১৫২ উপজেলায় ভোটের তারিখ ঘোষণা...

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সদ্যসমাপ্ত নির্বাচনে বিশাল জয়ের মাধ্যমে নিজের ক্ষমতাকে আরও পোক্ত করছেন।

নির্বাচন-পরবর্তী এক সংবাদ সম্মেলনে পুতিন পশ্চিমা বিশ্বকে উপেক্ষা করার এবং ইউক্রেন আক্রমণ করার সিদ্ধান্তের প্রতিফলন হিসাবে এ ফলাফলটি তুলে ধরেন।

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত তিনদিন ধরে ভোট গ্রহণ চলে। এতে পুতিনের প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা কোনো চ্যালেঞ্জ তৈরি করতে না পারায় নিরঙ্কুশ জয় পান রাশিয়ার এই নেতা।

অনলাইন ডেস্ক