পকেট কমিটির মাধ্যমে বিএনপি সুসংগঠিত হবে না: সাবেক এমপি আমজাদ হোসেন

  তরিকুল ইসলাম    ২৬ সেপ্টেম্বার, ২০২৫ ১৯:৩৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 22 বার

মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক এমপি হাজ্বী মোঃ আমজাদ হোসেন বলেছেন, আগে নিজেদের ভূল ধরতে হবে, কমিটি যখন বানালেন তখন কাউকে গ্রহণ করলেন না। যে কমিটি হয়েছে সেখানে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করা হয়েছে কিন্তু অন্য আর সদস্যর নাম প্রকাশ হয় নি। সন্ত্রাসী দিয়ে কমিটি করলেন, চাঁদাবাজদের নিয়ে চাঁদাবাজী করলেন আর এখন বলছেন তাদের ধরে পুলিশে দিতে। তাহলে কাদের পুলিশে দিতে চাচ্ছেন। পকেট কমিটির মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে কিভাবে বিএনপি সংগটিত হবে তা আমার বোধগম্য নয়। প্রবীনদের বাদ দিয়ে কমিটি ও রাজনীতি হবে না।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টার সময় মেহেরপুরের গাংনীতে কাজিপুর ইউনিয়নের হাঁড়াভাঙ্গা ৬ নং ওয়ার্ড বিএনপি'র কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রথমে নতুন কমিটিকে প্রতিহত করতে হবে। চুরি করে কমিটি বানিয়েছে। এই চোর দিয়ে উপজেলা প্রশাসন চালানো সম্ভব নয়, এমপি বানানো সম্ভব নয়। আমি আমজাদ পালিয়ে যাওয়ার ব্যক্তি না। ১৭ বছর মামলা খেয়ে রাজনৈতিক মাঠে ছিলাম, এখনো আছি।

আমজাদ হোসেন বলেন, আপনারা ঢাকাতে বলছেন পিআর পদ্ধতিতে নির্বাচন চান না, আর এলাকাতে এসে বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়ে বেড়াচ্ছেন। মনে রাখবেন কথা বলার অধিকার কিন্তু আপনারা দেন নাই। কথা বলার অধিকার দেশের ছাত্র সমাজ আদায় করে দিয়েছে। ১৭ বছর মুখ বন্ধ থাকলেও আর চুপ থাকার সময় নেই।

জেলা বিনপির সাবেক সদস্য গোলাম কিব্রিয়া মিঠুর সঞ্চালনা ও হাঁড়াভাঙ্গা ৬ নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সভাপতি মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সাজেদুর রহমান বুলবুল, বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান বাবলু, সাবেক পৌর কাউন্সিলার নাসির উদ্দীন, রাইপুর ইউনিয়ন বিনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাবেক জেলা যুবদলের সদস্য আব্দুল মতিন, বিএনপি নেতা গোলাম সরোয়ার, শহিদুল ইসলাম, নূরাল মোল্লা, বজলুর রহমান, আবদুল্লাহ, সাহিন, সাহাবুল, তৌহিদুল ইসলাম, হুরমত আলী, রইচ উদ্দীন মাস্টার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

তরিকুল ইসলাম