ভারতে ইলিশ রফতানির শেষ দিন ছিল শনিবার (১২ অক্টোবর)। এদিন ৩৬ মেট্রিক টন ইলিশ রফতানি হয়েছে। আর এই দফায় বাংলাদেশ থেকে ভারতে সর্বমোট ইলিশ গেছে ৫৩২ মেট্রিক টন। যেখানে ২ হাজার ৪২০ টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছিল সরকার।
দেশে ইলিশ সংকট আর দামের ঊর্ধ্বগতির কারণে এবার চাহিদা অনুযায়ী ইলিশ রফতানি করতে পারেননি ব্যবসায়ীরা। এদিকে ইলিশ রফতানিতে সময় বাড়াতে অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা।
ভারতীয় ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় দেশের ৪৯ রফতানিকারককে ২ হাজার ৪২০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল। সেদিন থেকে শুরু হয়ে ইলিশ রফতানি চলে ১২ অক্টোবর পর্যন্ত।
জানা যায়, দুর্গা পূজার সময় অতিথি আপ্যায়নে খাবারের তালিকায় ইলিশ রাখেন পশ্চিমবঙ্গের বাঙালিরা। আগে ইলিশ সাধারণ রফতানি পণ্যের তালিকায় উন্মুক্ত থাকলেও উৎপাদন সংকটের কারণে ২০১২ সালে এই মাছ রফতানি বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে ২০১৯ সাল থেকে বিশেষ বিবেচনায় কেবল দুর্গা পূজার সময় ইলিশ রফতানির সুযোগ দেয়।
২০২৪ সালে ছাত্র জনতার বিপ্লবে আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর দেশ পরিচালনার দায়িত্বে আসে অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যেই ভারতের ব্যবসায়ীরা দুর্গা পূজায় ইলিশ আমদানির সুযোগ দিতে অনুরোধ জানান।
আরও পড়ুন: প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব...
তবে বাজার নিয়ন্ত্রণে দেশের চাহিদা মিটিয়ে পরে বিদেশে ইলিশ রফতানি হবে বলে জানায় বর্তমান সরকার। কিন্তু এমন সিদ্ধান্ত থেকে সরে এসে দেড় মাসের মাথায় ভারতে ইলিশ রফতানির অনুমতি দেয়া হয়। রফতানি বন্ধে হাইকোর্টে রিটও করেন সুপ্রিম কোটের এক আইনজীবী।
তবে সব বাঁধা কাটিয়ে ২৬ সেপ্টেম্বর শুরু হয় ভারতে ইলিশ রফতানি। গত বছর ৩ হাজার ৯০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছিল আওয়ামী লীগ সরকার। বিপরীতে রফতানি হয়েছিল মাত্র ৬৬৩ মেট্রিক টন।
এ বছর ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় অন্তর্বর্তীকালীন সরকার। তবে দেশে ইলিশ সংকট ও চড়া দামের কারণে রফতানিকারকরা তাদের অনুমোদিত ইলিশ পাঠাতে পারেননি। এর মধ্যে শেষ হয়ে যায় রফতানির সময়।
অনলাইন ডেস্ক