দিল্লিতে জি-২০ সম্মেলনের আগে হাসিনা-মোদি বৈঠক শুক্রবার

 অনলাইন ডেস্ক    ৬ সেপ্টেম্বার, ২০২৩ ১৯:৩১:০০নিউজটি দেখা হয়েছে মোট 14 বার

চলতি বছরে শনিবার (৯ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়া দিল্লিতে শুরু হবে গ্রুপ অব ২০ (জি-২০) শীর্ষ সম্মেলন। আর এই সম্মেলনে অংশগ্রহণ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ সম্মেলনে অংশগ্রহণ করবেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা।

জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে দিল্লি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: ইন্দোনেশিয়া উদ্দেশে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি...

দিল্লিতে সম্মেলনে আগেই আগামী শুক্রবার সন্ধ্যায় নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। গত মঙ্গলবার ঢাকায় গণমাধ্যমকে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।তিনি আরো বলেন, ওই বৈঠকে দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও আলোচনা হবেতিস্তার পানি, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিয়েও।

জি-২০ শীর্ষ সম্মেলনের নিজের কর্মসূচি শেষ করে আগামী ১০ সেপ্টেম্বর বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনলাইন ডেস্ক