প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে সই হবে ৫ চুক্তি ও সমঝোতা

 অনলাইন ডেস্ক    ২২ এপ্রিল, ২০২৪ ১৪:৪৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 15 বার

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ড সফরে দেশটির সঙ্গে ৫টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করবেন।

আজ সোমবার (২২ এপ্রিল) প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ছয় দিনের সফরে আগামী বুধবার (২৪ এপ্রিল) থাইল্যান্ড যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে দেশটির সঙ্গে ১টি চুক্তি, ৩টি সমঝোতা স্মারক ও ১টি লেটার অব ইন্টেন্ট স্বাক্ষর হবে। জ্বালানি খাতেও সমঝোতা স্মারক সই হবে।

আরও পড়ুন: গাংনীতে উপজেলা পরিষদ নির্বাচনে ১৬ জনের মনোনয়নপত্র দাখিল...

এ ছাড়া মিয়ানমার থেকে পালিয়ে আসা সেনারা আজ ফেরত যাচ্ছেন না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সেনাদের ফেরত পাঠাতে নতুন তারিখ নির্ধারণ হয়েছে আগামী বৃহস্পতিবার (২৫ এপ্রিল)।

অনলাইন ডেস্ক