প্রধানমন্ত্রী শুক্রবার ৩ দিনের সফরে দিল্লি যাচ্ছেন

 অনলাইন ডেস্ক    ৭ সেপ্টেম্বার, ২০২৩ ১৮:৩৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 31 বার

জি-২০ সম্মেলনে যোগ দিতে তিনদিনের সফরে আগামীকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে নয়া দিল্লি যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই দিন সন্ধ্যার সময় ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক যোগদান করবেন প্রধানমন্ত্রী।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন বলেন, জি-২০ সম্মেলনের দুটি অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বক্তব্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের বিষয়গুলো গুরুত্বপূর্ণ পাবে। সফরকালে বাংলাদেশ ভারতের মধ্যে তিনটি এমওইউ স্বাক্ষর হবে।

আরও পড়ুন: দিল্লিতে জি-২০ সম্মেলনের আগে হাসিনা-মোদি বৈঠক...

তিনি আরও বলেন, হাসিনামোদির দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক স্থিতিশীল নিয়ে আলোচনা হবে।

জি-২০ সম্মেলনে যোগদান শেষে আগামী ১০ সেপ্টেম্বর বাংলাদেশে ফেরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনলাইন ডেস্ক