ঢাকায় আসছে জাপানের ১৬ সদস্যের পর্যবেক্ষক দল

 অনলাইন ডেস্ক    ৫ জানুয়ারী, ২০২৪ ১১:৩৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 12 বার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে জাপানের পর্যবেক্ষক দল। জাপানি ও বাংলাদেশি মিলিয়ে এ দলে থাকছেন ১৬ জন সদস্য। ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবেন।

গত বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় জাপানি দূতাবাস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশে জাপানের সাবেক রাষ্ট্রদূত ওয়ানতাবি মাসাতো এ মিশনের নেতৃত্বে দেবেন।

বিবৃতিতে বলা হয়েছে, প্রতিনিধিদলটি ভোট প্রদান ও গণনা পর্যবেক্ষণের পাশাপাশি মিশন, বাংলাদেশ নির্বাচন কমিশন এবং অন্যান্য দেশের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সঙ্গে মতামত ও তথ্য বিনিময় করবে।

আরও পড়ুন: শুক্র-শনিবার খোলা থাকবে ব্যাংক...

এতে আরও বলাহয়েছে, নির্বাচনী পর্যবেক্ষক পাঠানো বাংলাদেশে গণতন্ত্রকে সুসংহত করার জন্য জাপানের সহযোগিতার একটি অংশ, যা বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণার প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। প্রতিবেশী ভারতসহ বিভিন্ন দেশ ও সংস্থা এরই মধ্যে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে আসার কথা নিশ্চিত করেছে।

অনলাইন ডেস্ক