নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ বুধবার

 অনলাইন ডেস্ক    ৯ জানুয়ারী, ২০২৪ ১২:৫৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 18 বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ আগামীকাল বুধবার সকাল ১০টার সময় অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ সচিবালয় থেকে আজ মঙ্গলবার এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে নবনির্বাচিতদের বরণ করতে সব প্রস্তুতি নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়।

জানা গেছে, দ্বাদশ সংসদের নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তাদের শপথের আগে নতুন সংসদ সদস্য হিসেবে প্রথমে শপথ নেবেন তিনি।

আরও পড়ুন: মায়ের মমতায় দেশ চালাই: শেখ হাসিনা...

এরপর তিনি অন্যদের শপথ পাঠ করাবেন। ওই শপথ অনুষ্ঠানের পরই আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৮ আসনের ফল প্রকাশিত হয়েছে। যেখানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ২২২ জন, জাতীয় পার্টির ১১ জন, স্বতন্ত্র ৬২ জন ও অন্যান্য ৩ জন ।

অনলাইন ডেস্ক