মোবাইল ডেটা আগামী সপ্তাহের মধ্যে চালুর চেষ্টা করা হবে: আইসিটি প্রতিমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ২৪ জুলাই, ২০২৪ ২০:০৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

আগামী সপ্তাহের মধ্যে মোবাইল ডেটা চালু করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার (২৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এর আগে বুধবার রাতের মধ্যে বাসা-বাড়ির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হতে পারে বলে আশ্বাস দিয়েছিল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

এবার প্রতিমন্ত্রী নিজেই গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে ইন্টারনেট সেবা স্বাভাবিক হওয়ার ব্যাপারে কথা বললেন।

প্রতিমন্ত্রী জানান, বুধবার রাত থেকে সারা দেশে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হবে। আর মোবাইল ডেটা আগামী সপ্তাহের মধ্যে চালুর চেষ্টা করা হবে। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়লে মহাখালীতে খাজা টাওয়ারের ডেটা সেন্টারে ব্রডব্যান্ড ইন্টারনেটের অপটিক্যাল ফাইবারে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসে। এরপর থেকে ইন্টারনেট সেবা ব্যাহত হয়।

অনলাইন ডেস্ক