ডেঙ্গুতে এক দিনে আরও ৪ মৃত্যু

 অনলাইন ডেস্ক    ১২ ডিসেম্বার, ২০২৩ ১১:৪৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 26 বার

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৫ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সব মিলিয়ে ভর্তি হয়েছেন ৩ লাখ ১৭ হাজার ৬৪৫ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ৬৬৫ জনের।

আরও পড়ুন: এক দিনের ব্যবধানে বেড়েছে ডেঙ্গুতে মৃত্যু...

এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে গত সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ২ হাজার ৪৭ জন রোগী। তাদের মধ্যে ৫৯১ জন ঢাকায় এবং ১ হাজার ৪৫৬ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছিলেন।

অনলাইন ডেস্ক