সাঈদীর দাফন সম্পন্ন

 অনলাইন ডেস্ক    ১৫ আগষ্ট, ২০২৩ ১৯:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আজ মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে তিন টার সময় দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

তাকে সাঈদী ফাউন্ডেশনস্থ কবরস্থানে বড় ছেলে রফিক বীন সাঈদীর কবরের পাশে দাফন করা হয়।

এর আগে দুপুর এক টার সময় পিরোজপুরের সাঈদী ফাউন্ডেশন মাঠে তার প্রথম জানাজা হয়। জানাজার ইমামতি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান।

সাঈদীর মরদেহ সকাল দশ টার সময় সাঈদী ফাউন্ডেশনে পৌঁছায়।

আরও পড়ুন: ফরিদপুরে বাসচাপায় যুবকের মৃত্যু..

কাশিমপুর কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার বন্দি ছিলেন।

সেখানে থাকা অবস্থায় গত রোববার বিকেল পাঁচ টার সময় বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে কারাকর্তৃপক্ষ নিজস্ব অ্যাম্বুলেন্স করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (১৪ আগস্ট) রাত আটটা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

অনলাইন ডেস্ক