আসলাম হোসেন শিহিরের জানাজা ও দাফন সম্পন্ন

 নিজস্ব প্রতিবেদক    ৩১ জানুয়ারী, ২০২৪ ১৩:২৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

মেহেরপুরের কৃতী সন্তান সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক উপ কমিটির অন্যতম সদস্য, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক ও বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক আসলাম হোসেন শিহিরের আজ বুধবার সকাল সাড়ে ৯ টার সময় জানাজা ও দাফন সম্পন্ন হয়।

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি আলিম মাদ্রসা প্রঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজা ও দাফন কাজে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, অ্যাডভোকেট মিয়াজান আলী, আব্দুল মান্নান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খ ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামান, জেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: জামালপুরে বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি সমাবেশ, শোভাযাত্রা অনুষ্ঠিত...

আসলাম হোসেন শিহির গতকাল মঙ্গলবার ঢাকায় বনস্রীর নিজ বাসায় দুপুর সোয়া ১ টার সময় ইন্তেকাল করেছেন। তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

উল্লেখ্য, মেহেরপুরের আসলাম হোসেন শিহির ছাত্র জীবন থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় সদস্য ছিলেন। পরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দুবার সাংস্কৃতিক সম্পাদক হন। তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের দুইবারের সাংস্কৃতিক সম্পাদক হন।

এর আগে আসলাম হোসেন শিহির মেহেরপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ব্যক্তি জীবনে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে-মেয়ে দুজনেই স্কুলে পড়ছে।

নিজস্ব প্রতিবেদক