মেহেরপুরে বিভিন্ন রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা

 নিজস্ব প্রতিবেদক    ১৫ এপ্রিল, ২০২৪ ১০:৫০:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের আওতায় রবিবার দুপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত, হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।

উক্ত অনুষ্ঠানে ১০৪ জন রোগির মধ্যে ৫০ হাজার করে ৫২ লাখ টাকার চেক এবং ৫৯ জনের মধ্যে জেলা সমাজ কল্যাণ কমিটির আর্থিক অনুদানের ২ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

আরও পড়ুন: গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১...

এ সময় উপস্থিত ছিলেন, মেহেরপুরের পুলিশ সুপার এস এম নাজমুল হক বিপিএম বার পিপিএম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ রাব্বি, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হাসান রুমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা.কাজী নাজীব হাসান।

নিজস্ব প্রতিবেদক