পুলিশ সদস্য হত্যায় সরাসরি জড়িত দুইজন গ্রেফতার: ডিএমপি কমিশনার

 অনলাইন ডেস্ক    ২৯ অক্টোবার, ২০২৩ ১৮:১৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 22 বার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান আজ রোববার দুপুর পৌনে ২টার সময় গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশ কনস্টেবল মোহাম্মদ আমিরুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন: শামীম রেজা ও মো. সুলতান।

ডিএমপি কমিশনার বলেন, শামীম রেজা পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক। তাকে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে সুলতানকে ডেমরা থেকে গ্রেফতার করা হয়েছে।

রাজধানীর ফকিরাপুল চার রাস্তার মোড়ে শনিবার (২৮ অক্টোবর) বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের হামলার শিকার হয়ে নিহত হন আমিরুল ইসলাম পারভেজ।

আরও পড়ুন: জয়পুরহাটে বিএনপি-জামায়াতের ৪৬ নেতাকর্মী গ্রেফতার...

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামের সেকান্দর মন্ডলের ছেলে তিনি।

পারভেজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সোয়া ৪টায় মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে কর্মরত ছিলেন তিনি।

অনলাইন ডেস্ক