মেহেরপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

 নিজস্ব প্রতিবেদক    ২৩ জানুয়ারী, ২০২৪ ১২:৩৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 18 বার

মেহেরপুরে জেলা প্রশাসন, জেলা শিক্ষা অফিস ও বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির উদ্যোগে আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জেলা পর্যায়ে ২ দিন ব্যাপী ৫২ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন করা হয়।

মেহেরপুর জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।

মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শামীম হাসান জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং মশাল জ্বালিয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন করেন।


উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজ এবং জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ছেলে মেয়েরা মনোজ্ঞা কুচ কাওয়াজ প্রদর্শন করে। জেলা প্রশাসক মোঃ শামীম হাসান প্যারেড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ৬.৬ ডিগ্রিতে, কমেছে ঢাকায়ও...

উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শামীম হাসান বলেন, সুস্থ থাকতে হলে অবশ্য খেলাধুলা করতে হবে। শুধু লেখাপড়া করলে চলবে না। খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা-উল জান্নাহ, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আখতার হোসেন, প্রধান শিক্ষক তাহাজ উদ্দিন, সানজিদা ইসলাম প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক