মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধা এস এম আল আমিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 নিজস্ব প্রতিবেদক    ২ এপ্রিল, ২০২৪ ১৩:০২:০০নিউজটি দেখা হয়েছে মোট 14 বার

মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা এস এম আল আমিনকে আজ মঙ্গলবার সকাল দশটার সময় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

এর আগে যাদবপুর ঈদগাহ ময়দানে মরহুমের মরদেহকে মেহেরপুর পুলিশের একটি চৌকস দল গার্ড অব অর্নার প্রদান করেন।

মেহেরপুর জেলা প্রশাসনের সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিট্রেট আবীর হোসেন রাষ্ট্রের পক্ষে থেকে সালাম দেন। জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে ফুলের মালা দেওয়া হয়।

আরও পড়ুন: শ্বশুরবাড়ি নিয়ে শিগগিরই মুখ খুললেন ঐশ্বরিয়া!...

এ সময় বিউগলে করুন সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর যাদবপুর ঈদগাহ ময়দানে জানাজা শেষে যাদবপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

গত সোমবার রাতে বীর মুক্তিযোদ্ধা এস এম আল আমিন মেহেরপুর-২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিন কন্যা, নাতি, নাতনিসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক