গুচ্ছের ‘সি’ ইউনিটে জবি কেন্দ্রে উপস্থিতির হার ৮৭.২৯ শতাংশ

 জবি প্রতিনিধি    ১১ মে, ২০২৪ ১০:৪৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 17 বার

২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছের ‘সি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিত ছিলেন ৮৭.২৯ শতাংশ পরীক্ষার্থী। জবি ক্যাম্পাস ও দুইটি উপকেন্দ্রে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ১৭ হাজার ২৩৮ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস সাজানো হয়। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১৫ হাজার ৪৭ জন।

শুক্রবার (১০ মে) সন্ধ্যায় এসব তথ্য জানান জবির বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ ভূইয়া ও গুচ্ছের টেকনিক্যাল কমিটির জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ।

এদিন সকাল ১১টা থেকে শুরু হয়ে বেলা ১২টার সময় পরীক্ষা শেষ হয়৷ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ এবং ঢাকা গভ. মুসলিম হাইস্কুলে আসন বিন্যাস সাজানো হয় পরীক্ষার্থীদের। তিনটি কেন্দ্রে মোট ২ হাজার ১৯১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গুচ্ছের শেষ পরীক্ষায় ইবি কেন্দ্রে উপস্থিতি ৯২ শতাংশ...

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা চলাকালীন বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহবায়ক ও জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ ভূইয়া, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম,সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এস.এম মাসুম বিল্লাহ,বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ও প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

জবি প্রতিনিধি