মেহেরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন

 নিজস্ব প্রতিবেদক    ৩০ জানুয়ারী, ২০২৪ ১৮:২৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১০টার সময় ২ দিনব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করেন কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

পরে অতিথিবৃন্দদের নিয়ে মেলার ২০টি স্টল পরিদর্শন করেন মেহেরপুর সদর উপজেলার কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।


“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্বোধনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য নিয়ে ক্ষুদে বিজ্ঞানীরা নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট, ওয়াটার লেবেল কন্ট্রোলার,ফ্রি ইলেক্ট্রিসিটি মডেল, কাদামাটি দিয়ে বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শণ করে।

আরও পড়ুন: গাংনীতে বিএনপি’র কালো পতাকা মিছিল...

৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০টি স্টল স্থান পেয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা, মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন প্রমুখ। 

নিজস্ব প্রতিবেদক