বেইলি রোডের আগুনে ড্যাফোডিলের শিক্ষার্থীর মৃত্যু

 তরিকুল ইসলাম    ১ মার্চ, ২০২৪ ১৬:৪৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

ঢাকার বেইলি রোডের অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৪৬ জনের মধ্যে একজন ঝালকাঠির কাঠালিয়ার তুষার হাওলাদার (২৬)। শুক্রবার (১ মার্চ) সকালে গণমাধ্যমে তুষারের কাকা সুমন হাওলাদার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সুমন হাওলাদার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থী।

সুমন হাওলাদার সাংবাদিকদের বলেন, ‘তুষারের মা-বোন কেউ তার মৃত্যুর খবর জানে না। তুষারের মা অসুস্থ তাই তাকে ছেলের মৃত্যুর খবর জানানো হয়নি।’ তুষার ঢাকার একটি অনলাইন সংবাদমাধ্যমের সাবেক কর্মী ছিলেন।

তবে সম্প্রতি তিনি একটি বেসরকারি কোম্পানিতে যোগ দিয়েছিলেন। তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের শৌলজালিয়া গ্রামে। তিনি ড্যাফোডিল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক শেষ করে দ্য রিপোর্ট ডট লাইভে কাজ করতেন।

শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে দাঁড়িয়ে তুষারের বাবা দীনেশ চন্দ্র হাওলাদার জানান, সকাল সাড়ে ৭টার দিকে তিনি ছেলের মৃত্যুর খবর পেয়েছেন। এমন মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছেন না বাবা দীনেশ।

তরিকুল ইসলাম