রাজধানীসহ দেশের পাঁচ বিভাগে আজ হতে পারে ঝড়-বৃষ্টি

 অনলাইন ডেস্ক    ২৭ মার্চ, ২০২৪ ১৭:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

রাজধানীসহ দেশের পাঁচটি বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারে বলেন জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে, এক্ষেত্রে দেশের কোনো নদীবন্দরে কোনো সতর্ক সংকেত দেখাতে বলা হয়নি।

আজ বুধবার (২৭ মার্চ) সকাল ৯টার সময় আবহাওয়াবিদ মোঃ ওমর ফারুক এসব তথ্য জানান।

আরও পড়ুন: ভারতীয় পেঁয়াজ আমদানির নীতিগত অনুমোদন...

তিনি বলেন, রাজধানীসহ রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি হতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এছাড়া, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রী সে. বৃদ্ধি পেতে পারে।

অনলাইন ডেস্ক