বুধবার রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ৩১ জুলাই, ২০২৩ ১২:১৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 2 বার

প্রায় এক যুগ পর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার (২ আগস্ট) রংপুরে যাচ্ছেন। সেদিন রংপুর বিভাগীয় জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

ওই দিন আওয়ামী লীগের সভাপতির সফরে ৩০টি প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধনের পাশাপাশি থাকবে নতুন প্রতিশ্রুতিও।

দলীয় সূত্র জানা যায়, কয়েক মাস পরেই জাতীয় নির্বাচন। তাই এর আগে আগামী বুধবার (দুই আগস্ট) রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তাদের জন্য ব‍্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগর। মিছিল মিটিংয় ও আনন্দ উৎসব চলছে রংপুরের।

এই জনসভা সফল করার জন্য দলের কেন্দ্রীয় নেতাদের আনাগোনা এখন রংপুরের শহর কেন্দ্রিক। কেন্দ্রীয় নেতাদের কাছে পেয়ে অনেকটাই উজ্জীবিত স্থানীয় নেতাকর্মীরা।

এক যুগ পর প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বিভিন্ন দাবি পূরণের আশায় বেঁধেছেন রংপুরের মানুষ।

স্থানীয় নেতাকর্মীরা আষা করছেন এই জনসভায় ১০ লাখ এর বেশি মানুষ উপস্থিত থাকতে পারে।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক জানান, রংপুরের উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রীর হাত ধরে। প্রায় এক যুগ পর প্রধানমন্ত্রীর শেখ হাসিনা আগমনে উত্তরবঙ্গের মানুষ আজ উৎফুল্ল ও আনন্দিত।

অনলাইন ডেস্ক