জবির নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত হচ্ছে শীতকালিন পিঠা উৎসব

 মো.ছায়েম সরকার, জবি প্রতিনিধি     ২৬ জানুয়ারী, ২০২৪ ১৪:৪৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 22 বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-র নৃবিজ্ঞান বিভাগ আয়োজন করতে যাচ্ছে শীতকালিন পিঠা উৎসব। আগামী (২৮,জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নৃবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হবে এই পিঠা উৎসব।

কালের বিবর্তণে পিঠা উৎসবের ঐতিহ্য এখন ম্লান হয়ে আসছে। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এবং শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশ ফিরিয়ে আনতেই এমন আয়োজন।

পিঠা উৎসব সম্পর্কে নৃবিজ্ঞান বিভাগের ১৫ তম আবর্তনের শিক্ষার্থী মোহনা মেহজাবিন বলেন, " পিঠা আমাদের সংস্কৃতির ধারক।

শীতের আমেজকে দ্বিগুণ করতে নৃবিজ্ঞান বিভাগের এই ছোট্ট প্রয়াস শিক্ষার্থীদের মাঝে উৎসবের অনুভূতি জাগ্রত করবে।

এছাড়া বিভিন্ন প্রকার পিঠা হাজার হাজার বছর ধরে বহমান বাংলার সংস্কৃতিকে নতুন ভাবে পরিচয় করাবে নতুন প্রজন্মের শীক্ষার্থীদের মাঝে। " শীত কালিন এই পিঠা উৎসবকে ঘিরে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মাঝে দেখা যাচ্ছে ব্যপক উৎসাহ উদ্দীপনা

মো.ছায়েম সরকার, জবি প্রতিনিধি