নড়াইলে ধান ক্ষেতে প্রশিক্ষণ বিমান!

 অনলাইন ডেস্ক    ৪ এপ্রিল, ২০২৪ ০৯:৪৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

যান্ত্রিক ত্রুটির কারণে নড়াইল সদর উপজেলার মাঝপাড়া ইউনিয়নের তারাশি গ্রামের ধানখেতে বুধবার দুপুর ২টা ৫৫ মিনিটে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে। বিমানে দু’জন পাইলট চালক ছিলেন। তাদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে চালক বিমানটি ধান ক্ষেতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। বিমানটিতে দু’জন চালক ছিলেন। এদের একজন সামান্য আহত হয়েছেন।

যশোরের বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে তাদের যশোর নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে উৎসুক মানুষেরা ভিড় করেন। 

আরও পড়ুন: পাঁচ অভ্যাস বাড়ায় কঠিন রোগের ঝুঁকি...

এ ব্যাপারে বিমান বাহিনীর কোনো কর্মকর্তা এখনো সাংবাদিকদের কিছুই বলেননি।

এর আগে প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৩৪ মিনিটে যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। নড়াইল ডিএসবি পুলিশের এসআই আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেন।

অনলাইন ডেস্ক