মেহেরপুরে আজ চলিত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, বিপাকে নিম্নের মানুষ

 তরিকুল ইসলাম    ১৩ জানুয়ারী, ২০২৪ ১৪:২২:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

মেহেরপুরের বেড়েছে শীতের তীব্রতা। এতে বিপাকে পড়েছেন এ জেলার খেটে খাওয়া মানুষ। একদিকে শীতের প্রবাহ অন্যদিকে ঘন কুয়াশার ফলে অসুবিধায় পড়েছেন দিনমজুর, যানবাহন চালক ও পথচারীরা। পৌষের শুরুতেও ছিল না শীতের তীব্রতা।

মাঝা মাঝি সময়ে শীতের তীব্রতা বাড়লেও গত দুদিনে শুরু হয়েছে হাড় কাঁপানো শীত। শীতবস্ত্রের অভাবে কাবু হয়ে পড়ছেন অনেক অসহায় ও দরীদ্র পরিবারের শিশু-বৃদ্ধরা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টাও করছেন অনেকেই।

তীব্র ঠান্ডার সাথে উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াসা জনজীবনকে অতিষ্ট করে তুলেছে। বেলা বাড়লেও মিলছে না সূর্যের দেখা, কমছে না শীতের তীব্রতা। সবচেয়ে বিপদে পড়েছে খেটে খাওয়া মানুষ।

আরও পড়ুন: নড়াইলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ...

আজ শনিবার সকাল ৯ টার সময় মেহেরপুরে চলতি মৌসুমে সর্বনিম্ন ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ মেহেরপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা শতভাগ। সপ্তাহ জুড়েই থাকতে পারে এমন আবহাওয়া।

তরিকুল ইসলাম