গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ২ বাসে আগুন

 অনলাইন ডেস্ক    ৭ নভেম্বার, ২০২৩ ১৫:০৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে আজ মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৭টার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। এ সময় কোনাবাড়ির ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুই বাসে আগুন দেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেতন বাড়ানোর দাবিতে আজ সকাল থেকে কোনাবাড়ি ও কাশিমপুর থানার আশপাশের এলাকায় শ্রমিকদের বিক্ষোভ করে। আন্দোলন চলাকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এই ঘটনায় শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী দুই বাসে আগুন ধরিয়ে দেন।

আরও পড়ুন: পাগলী ও সদ্যজাত সন্তানকে নিয়ে কিংকর্তব্যবিমূঢ় মহাসীন আলী...

পুলিশ, বিজিবি একাধিক দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কোনাবাড়ি কাশিমপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত উত্তেজিত শ্রমিক দুটি বাসে আগুন দিয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।

অনলাইন ডেস্ক