বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

 অনলাইন ডেস্ক    ২৪ আগষ্ট, ২০২৩ ১৪:০৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 28 বার

যশোরে নাটোরগামী একটি তেল বাহী ট্রেন আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর চার টার সময় সিঙ্গিয়া স্টেশনের কাছে দুটি বগি লাইনচ্যুত হয়। এতে আটটি ট্রেনে আটকা পড়া কয়েক হাজার যাত্রীকে চরম দুর্ভোগে পড়েছে।

এই দুর্ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতদের খবর পাওয়া যায়নি।

রেলওয়ের খুলনা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: হিরো আলমের ওপর হামলার ঘটনায় ১২ দেশ সহ ইইউর নিন্দা...

তিনি বলেন, খুলনা থেকে তেল বোঝাই করে একটি ওয়াগান পার্বতীপুরের দিকে যাচ্ছিল। ভোর চার টার সময় বসুন্দিয়া বানিয়ারগাতি রেলক্রসিংয়ে ওয়াগানের একটি বগি লাইনচ্যুত হয়।

তিনি আরও বলেন, এই দুর্ঘটনায় পড়া ট্রেনটি কে উদ্ধার করতে খুলনা থেকে উদ্ধারকারী যান। দ্রুতই রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।

অনলাইন ডেস্ক