এডিসি হারুনকাণ্ড: রাষ্ট্রপতির এপিএসের দায়ভারও ‘খতিয়ে দেখা হচ্ছে’

 অনলাইন ডেস্ক    ১৬ সেপ্টেম্বার, ২০২৩ ১৫:১৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 17 বার

পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন-আর-রশিদের কাণ্ডে রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুনের কোনো দায়ভার আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে গত শুক্রবার সন্ধ্যায় তেজগাঁও স্টোরেজ ডিপোর নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওই ঘটনার পরেই প্রধানমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশের সিদ্ধান্ত নিয়ে কোনো দুর্বলতা নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আরও পড়ুন: গোপালপুরে প্রাইভেট কারের ধাক্কায় ভ্যান চালক নিহত...

তিনি আরও বলেন, মামলা না হলেও মন্ত্রণালয়ে তদন্ত কমিটি করা হয়েছে, সব ঘটনারই তদন্ত করা হবে।

গত ৯ সেপ্টেম্বর রাতে শাহবাগ থানায় কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে তুলে নিয়ে নির্যাতন করেন এডিসি হারুন। রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুনের স্ত্রী এডিসি সানজিদার সঙ্গে এডিসি হারুনের ‘সম্পর্ক’ কে ঘিরে এই ঘটনার সূত্রপাত।

অনলাইন ডেস্ক