জবিতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

 জবি প্রতিনিধি    ২১ মে, ২০২৪ ১৫:২৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) 'আইকিউএসি' এর আয়োজনে 'কর্মক্ষেত্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা' শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে সভাপতিত্ব করেন আইকিউএসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. আইন-উল হুদা। এসময় স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ সারোয়ার আলম।


প্রশিক্ষণে মডারেটর হিসেবে ছিলেন অতিরিক্ত পরিচালক ড. মোঃ রফিকুল ইসলাম এবং রিসোর্স পার্সন হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ রেজাউল হক।

আরও পড়ুন: ইরানি প্রেসিডেন্টের মৃত্যুতে বাংলাদেশে একদিনের শোক...

এছাড়াও আজকের প্রশিক্ষণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের স্থায়ী কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

জবি প্রতিনিধি