আরারো উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

 অনলাইন ডেস্ক    ১৯ সেপ্টেম্বার, ২০২৩ ১২:৪৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 4 বার

 যান্ত্রিক ত্রুটির কারণে গত ১৪ সেপ্টেম্বর বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিলো। তবে ত্রুটি কাটিয়ে তিন দিন পর আবারো উৎপাদন শুরু করেছে এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ওই তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হয়।উৎপাদনে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানি (ডিজিএম) মোহাম্মাদ আনারুল আজিম ।

এর আগে গত ৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া থেকে আনা ৫৩ হাজার ৬৩০ মেট্রিক টন জ্বালানি কয়লার মধ্যে চট্টগ্রাম বন্দরে ২৪ হাজার মেট্রিকটন কয়লা খালাস করা হয় এবং বাকী ২৯ হাজার ৬৩০ মেট্রিকটন কয়লা ১০ সেপ্টেম্বর (রোববার) হারবাড়িয়া ১২ নম্বর এ্যাংকারেজ বয়ায় মোংলা বন্দরে খালাস করা হয়েছে।

অনলাইন ডেস্ক