সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

 অনলাইন ডেস্ক    ২২ মে, ২০২৪ ১৩:৫০:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

দেশের কয়েকটি অঞ্চলে তীব্র ঝড় হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। আজ বুধবার (২২ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, রাজশাহী, রংপুর, পাবনা, দিনাজপুর, বগুড়া এবং ময়মনসিংহ অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিমদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: বাতিল হচ্ছে নিপুণের সদস্যপদ, এফডিসিতে জোর গুঞ্জন...

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

অনলাইন ডেস্ক