মেহেরপুরে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

 তরিকুল ইসলাম    ২৭ ডিসেম্বার, ২০২৩ ১৭:১০:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

মেহেরপুরে গত মঙ্গলবার রাত ১টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছেছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম। দূরত্ব ও দুর্গম বিবেচনায় প্রথম ধাপে ১৩ জেলার মধ্যে মেহেরপুরেও পৌঁছেছে এসব সরঞ্জাম।

আগামী ৭ জানুয়ারি নির্বাচন উপলক্ষে মেহেরপুরের দুটি আসনে ২০৭টি কেন্দ্রের ভোটের সংখ্যা অনুযায়ী, ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম ও স্ট্যাম্প প্যাড মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ট্রেজারি শাখায় সংরক্ষণসহ সার্বক্ষনিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: মেহেরপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের ব্রিফিং...

নেসারাত ও ট্রেজারি শাখার সহকারী কমিশনার গোলাম রাব্বানী সোহেলসহ জেলা নির্বাচন কর্মকর্তা ওয়ালিউল্লাহ এর উপস্থিতিতে এসব সরঞ্জামাদি বুঝিয়ে দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম।

আগামী ৩ থেকে ৪ তারিখের মধ্যে উপজেলাগুলোতে এগুলো পৌঁছে দেওয়া হবে সেগুলো। উপজেলা থেকে এগুলো কেন্দ্রে কেন্দ্রে ভোটের দিন সকালে পাঠানো হবে।

তরিকুল ইসলাম