গাংনীতে মাদক সেবীর জেল- জরিমানা

 তরিকুল ইসলাম    ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১৫:৩০:০০নিউজটি দেখা হয়েছে মোট 26 বার

মেহেরপুরের গাংনীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় ভ্রাম্যমান আদালত ডেকে আসাদুজ্জামান রাব্বি (২৪) নামের এক মাদক সেবীকে এক বছরের জেল ও নগদ এক হাজার টাকা জরিমানা প্রদান করেন।

আসাদুজ্জামান রাব্বিকে গাংনী উপজেলার গোপালনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম আসাদুজ্জামান রাব্বিকে জেল জরিমানা দেন।

আরও পড়ুন: বেইজিং হাঁস চাষে স্বাবলম্বী গাংনীর রহিদুল, মাসে আয় ২ লাখ...

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্ষনিকালয় বোর্ডিংয়ে রুম ভাড়া নিয়ে মাদক সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ গাংনী ক্যাম্পের এর অভিযানিক দল অভিযান চালিয়ে ৮ টি নেশা জাতীয় ইঞ্জেকশন, দুই পুরিয়া গাজা, ইনজেকশন পুশ করার সিরিঞ্জ ও সুই সহ তাকে আটক করে।

পরে নিজের দোষ স্বীকার করায় গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের জেল ও নগদ ১ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

তরিকুল ইসলাম